Frequently Asked Questions

সার্ভিস সেবার জন্য ছেলে/ মেয়ের Bayodata এবং ছবি নেয়া হয় এরপর আপনাদের Requirements অনুযায়ী Bayodata এবং ছবি Whatsapp বা Mail প্রদান করা হয়ে থাকে । এভাবে উভয় পক্ষের কাছেই Bayodata এবং ছবি Whatsapp বা Mail প্রদান করা হয়ে থাকে । উভয় পক্ষেরই পছন্দ হলে তাদের মধ্যে Meeting arrange বা Contact Number exchange করে দেয়া হয় । এভাবে দেখাশোনা ও কথাবার্তার মাধ্যমে যদি উভয় পক্ষই বিবাহের বিষয়ে সহমত প্রকাশ করে তাহলে তাদের মধ্যে বিবাহ কার্য সম্পন্ন হয়ে থাকে ।

আমাদের প্রতিষ্ঠান যেহেতু নির্দিষ্ট কোন শ্রেণি বা পেশার মানুষের জন্য নয় তাই সব ধরনের C.V নিয়ে আমরা কাজ করে থাকি । যেমনঃ ডাক্তার , ইঞ্জিনিয়ার , ব্যবসায়ী , সচিব, সরকারি কর্মকর্তা , আর্মি- পুলিশ, শিল্পপতি , ব্যারিস্টার , ব্যাংকার , বয়স্ক , ডিভোর্সি এবং প্রবাসী । এছাড়া আমরা সর্বনিম্ন অনার্স - মাস্টার্স Complete এবং ভালো পেশায় কর্মরত পাত্র - পাত্রীর সি ভি নিয়েও কাজ করে থাকি ।

জি, অবশ্যই সুযোগ আছে তবে আমরা যেহেতু Privacy Maintain করে কাজ করে থাকি তাই প্রাথমিক পর্যায়ে বায়োডাটা দেখতে হলে আপনাকে অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে ।

স্যার / ম্যাম আমাদের সার্ভিসের প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে প্রথমে আমরা পাত্র / পাত্রীর বায়োডাটা ও ছবি জমা নেই, তারপর আপনার চাহিদা অনুযায়ী আমাদের কিছু Formalities আছে সেগুলো Maintains করতে হয়। সার্ভিসটি চালু করার প্রথম দিন থেকে আমদের একজন সার্ভিস টিমের প্রতিনিধি ক্লাইন্টের দায়িত্ব নিয়ে থাকেন ।আপনাদের Requirement অনুযায়ী বায়োডাটা আদান-প্রদান থেকে শুরু করে বিবাহ কার্য সম্পন্ন অব্দি যাবতীয় সকল কাজ “Marriage Solution BD” এর সার্ভিস টিম করে থাকে।

SCAN TO VIEW

OUR OFFICES

FOR INFORMATION : 01618871043